নির্মেঘ এই আকাশে,
কেনো সে আসে ..!!??
কি করতে এসে মিলিয়ে যায়,
কি..? ; কি প্রমাণ করতে চায়..?
এর অবসান কোথায় , জানা নেই।
জানা নেই, কিভাবে মাঝপথে ফেলে চলে যেতে হয়,
জানা নেই, শুরু কিভাবে করতে হয়।।
কিভাবে দুরে সরাতে হয়, কিচ্ছু জানা নেই!
জানি যে ভালোবাসি শুধু তোমায়।।
মন্ত্রমুগ্ধের মতো ভালোবাসি!!