দেখতে চাই না
মতিউর রহমান
এমন মানুষ দেখবো না আর,যে কারোর সহোযগিতা করেনা।
যে ভালোবাসে নিজ ছেলে মেয়ের ,অপরের ভালোবাসেনা।
দরকার কি তার এই সমাজে,লাগবে না তার কোন কাজ।
চাকরির টাকা দান না করে,দিনের পর দিন হচ্ছে রাজ।
সম্পর্ক রাখে না সে কারোর সাথে,চাকরির টাকা পাচ্ছে রোজ।
গরিবের পানে চোখ না দিয়ে,নিজে খাচ্ছে রোজ রাজভোজ।
গরিব নাকি সে দেখতে পায়না,গরিব আছে ওর ঘরের পাশে।
সে তোমাকে বুঝতে দেয়না,যে তোমাকে খুব ভালোবাসে।
কথার ছলে জানতে চাও,হঠাৎ তার বাড়ির খবর।
কষ্ট চেপে দুঃক্ষ মনে,করে সে কতটা সবর।
তোমার চোখে তো ধনির চশমা,ধ্বনি ছাড়া তুমি দেখবে কি আর?
তোমার সামনে কত গরিব বসে আছে,তুমি দেখে তা হচ্ছো পার।
আল্লার কাছে প্রত্যাশা করে সে ,প্রয়োজনে টাকা পেতে।
দিন মজুরিতে হয়না চিকিৎসা ,তাই কাঁদে প্রতিদিন রাতে।
টাকা দিয়ে তার সহোযগিতা কর ,হে চাকরি ওয়ালা মানব।
এই কথা শুনে এখোনো হাসলে,বুঝবো মানব রুপি তুমি দানব।
ডান হাতে দান করলে,জানবে কেন বাম হাত?
এই বিষয়ে বউ বরের সাথে পরামর্শ করলে, মতি গরিবের জন্য পাবে আঘাত।
চশমা খুলে ফেলে জানতে চাও ,কার মনে কি ব্যাথা।
তবেই আমি বলবো তোমার সাথে,আমার মনের ব্যাথা ভরা কথা।
2022-09-09