আর বলবো না,
মতিউর রহমান,
পুড়ে পুড়ে ছাই হয়ে উড়ে গেলে ও বলবো না কারোর সাথে,
আবর্জনা হয়ে থাকবো, তাকাবে না কেউ ঐ দিকে,
ঘৃন্নায় থুথু ফেলতে থাকবে,লোকেরা,
তুবুও বলবো না,
যে আমি সেই মতি,
লোকেরা আমাকে ফেলে দিয়ে গেছে,
জ্বলে জ্বলে, পুড়ে পুড়ে ,শেষ হবো,
কাতরাবো বিছানার উপর,
লোকের চক্ষুর আড়ালে,
অপেক্ষায় থাকবো এক বোকা পাখির,
খাঁচায় বন্দী করে তাকে পোষ মানাবো,
যদি সে থাকতে না চায়, ছেড়ে দেবো,
তা বলে আটক করবো না,
লোকে আমাকে পাগল বলুক,
তবু ও বলবো না,
ছেড়ে দিয়ে তাকে তেড়ে ধরে,,,,,,
আদর করবো, চুমু খাব, ভালোবাসবো,
তবু বলব না,
আমি কাকে প্রত্যাশা করছি,
দিনের পর দিন,
রাতের পর রাত,
সপ্তাহের পর সপ্তাহ,
মাসের পর মাস,
বছরের পর বছর,
শেষ হচ্ছে আমার সবকিছু,
তবুও কাউকে বলতে পারছিনা,
তবুও কাউকে বলবো না,