আমার আন্দোলন।
মতিউর রহমান সরদার
আমি দূর্বল ,আমি হাঁটতে পারবোনা ,বসে থাকবো নিরলয়ে।
জিবনকে আমি জব্দ করতে,জীবন গিয়েছে আমার ক্ষয়ে।
আমি পারবোনা নিজ মুখে প্রতিবাদ করতে,সবার মুখে আমি।
আমি গর্জে উঠব আমার কবিতায়,আমার মুখ হবে তুমি।
আমার কথা সবার মুখে,আমি জাগিয়ে উঠবো সবার মনে।
তুমি প্রতিবাদে উঠবে জ্বলে,ঝাপিয়ে পড়বে রন ময়দানে।
আমি বীর হবো কবিতায় গর্জে,তুমি বীর হবে আন্দলনে।
তুমি প্রতিবাদ করবে সবার মাঝে,আমি করবো নির্জনে।
ভীতু আমি,আমার মন দূর্বল,আন্দোলন করতে লাগে আমার ভয়।
আমার কথা ,তুমি আন্দোলনে গর্জে,অধিকার করবে জয়।
তুমি থাকবে ইতিহাসের পাতায়,আমি থাকবো কবিতায়।
তোমার নিয়ে ইতিহাসে মিথ্যা লিখবে,আমার দেবে অন্তরায়।