আলোর মিছিল ডাকে মুক্তির সোপানেতে কতকাল রবে এই বন্দীদশা,
মৃত্যুর মিছিল নিয়ে অবিরত খেলা করে রক্তের ছিটা দাগ সর্বনাশা
এই রক্তিম আলো আভা,অনাহুত বাহুবলে অহেতুক ছিনিমিনি খেলা
কেবা মরে কেবা বাঁচে,এত মৃত্যুর অগোচরে কারো মুখ যায়নাকো চেনা।
বড় আশা ছিল বাধভাঙ্গা এই বুকে শত স্বপ্নের ছোটছোট ধূপকাঠি জ্বেলে
কাগজের ভেলাগুলো নীল জলে ভাসাইবো অস্ফুত হাজারো কথামালা’র ভিড়ে,
স্তব্ধতা নেমে আসে অহেতুক অযাতনে যেন কোন স্বপ্নের পথগুলো রুখে
মৃত্যুর ক্ষুদা জাগে আগেভাগে,লেনাদেনা সবকিছু গতিপথে হয়ে আসে ফিকে।
বর্ণিল জীবনের আলোকছটা,ক্ষণিকের রুক্ষতা কেড়ে নিল শত তাজা প্রাণ
কিছু মৃত্যুর বিনিময়ে আরও কিছু স্বপ্নের সমাধিতে অসময়ে হল বলিদান
ভেজা রক্তের এই ছোপছোপ দাগগুলো অচিরেই হয়তবা যাবে শুকিয়ে,
এই মৃত্যুর মিছিলে আর কত চেনামুখ ক্রমেক্রমে এইভাবে যাবে হারিয়ে?????