যদি নীল আকাশের বুকে ভেসে চলে সারিসারি শুভ্র শরতের মেঘ,
ডানামেলা একঝাক পানকৌড়ি উড়ে যায় নীলিমার খুব নীচ দিয়ে।
যদি কুয়াশার চাদরে জড়িয়ে থাকা ঘুমন্ত শহরের প্রতিটি দেওয়াল,
নিঃসঙ্গ নিশাচরে থেকেথেকে ডেকে উঠে কিছু রাতজাগা পাখিদের ডাক।
যদি মেঘে ঢাকা জোছনাটা আধোআধো আলো দেয় সারারাত জেগে,
নিভুনিভু প্রদীপের স্থিমিত আলোয় জোনাকিরা আলো জ্বালে সদা মিছিমিছে।
যদি ক্লান্ত পথিকের খুব চেনা পদধ্বনি কানে এসে বাজে অস্ফুত স্বরে,
মিছে আলেয়ার অশনির সংকেত ভেবে,পাথরের স্তূপগুলো পথ আঁকড়িয়ে ধরে।
যদি এখনও সময় বহে, তটরেখা ধরে চলে শান্ত জলের অগভীর স্রোত,
হিমেল বরফের শীতলতা ছুঁয়ে যায় হৃদয়ের অলিগলি মাঝে জমা অতি উষ্ণতা
তখনও আকাশ রবে, নীলিমায় নীল ছুয়ে দুরন্ত মেঘেদের ঘরে ফিরে আসা
সদা সংকোচে সময়ের খেয়া চড়ে জেগে রবে নির্ভয়ে নিশ্চুপে শুধু ভালবাসা….