আগেই তো ভালো ছিলে তুমি,
আধো আধো দৃষ্টিতে অপলক নয়নেতে চেয়ে থাকতে যখন,
দূর নীলিমায় শুভ্র কাশের ভেলা সুদূরের পানে ভাসতো তখন।
আগেই তো ভালো ছিলে তুমি,
রিমিঝিমি বৃষ্টির ছুটেচলা লহরী দেখে অবলীলায় ভাবতে,
পাতার কান্না শুনে নিশ্চুপ নিরালায় বসে বসে নিজেও একটু কাঁদতে।
আগেই তো ভালো ছিলে তুমি,
ছোট ছোট স্বপ্নের সাদা কাগজের ভেলা ভাসাতে নীল নদীর জলে,
সাঁঝের মায়ায় ইচ্ছেগুলো সাজিয়ে দিতে তাহার সনে সনে।
আগেই তো ভালো ছিলে তুমি,
নেহায়েত অভিমানে,অকারণে অযাতনে ধরতে যত মধুর বায়না,
যেন সেই সময়গুলো স্মৃতির পাতায় তবু কল্পনাতে ছাড়তে চায়না।
আগেই তো ভালো ছিলে তুমি,
কঠিন মনের আস্তরণে লুকিয়ে রাখতে না বলা সব দুখ,
স্মিতহাস্যে বিলিয়ে দিতে অস্তাচলের অন্ধকারের অচেনা সব সুখ।
আগেই তো ভালো ছিলে তুমি,
মনের না বলা কথা নিঃসংকোচে বলে দিতে যখন তখন,
দ্বিধা, জড়তা সব ঝেড়ে ফেলে দিয়ে বলতে “তুমি আছো কেমন”?