3.5/5 - (2 votes)

শার্ট প্যান্ট পরে কর্পোরেট মদ খেতে আমার বমি পায়;
ছোটে ঘাম!
মাতালের উদোম মায়ার বোতাম খোলা বুকে-
মাথা দাও, প্রিয়তমা!
মাথা রেখো….
মাথা রেখো ঘ্রাণে আর ঘামে;
মাথা দাও শরীরে আমার!
আমার হাঁটু ছিড়ে যাচ্ছে;
দাপাদাপি বেড়ে যাচ্ছে মগজের কর্টেক্সে; দু’পাশের শিরায়।
ওহে সিসিফাস নাকি ভ্যাসিকাস ভেইন,
রগঢ়ে যাচ্ছো যে বড়!
দোদুল্যমান কিংবদন্তি শালা!!!
মাটি সরে যাচ্ছে;
সময়কে ব্র‍্যান্ডির জলে গুলে নিলে বেশ নেশা হয়!
নেশা হয় তোমার চুলের ঘ্রাণে, প্রিয়তমা!
তোমায় চুমু খাওয়া গেলে আমি কি আর শালা ব্র‍্যান্ডি চুদি!!!
তোমার ওষ্ঠের ভাঁজে কি মাখো-
কে জানে!
জানেনা, মার্কিন সরকার-ভ্লাদিমির!!!
হলি গ্রেইলে চুমুকের মতো তীব্র কড়া-
নেশা!
তবু, এলোমেলো হয়ে যাচ্ছে সিগারেট, মদের বোতল
গ্লাস উড়ে যাচ্ছে; বিয়্যার মাগে নেমে যাচ্ছে বুদবুদ!
নাকি প্রজাপতি!
অথচ, মথ জমে যাচ্ছে আমার ফুসফুসে;
হেপাটোটক্সিক মদঘুণ খেয়ে নিচ্ছে চোরাকুঠুরী!!!
ঘামে ভিজে যাচ্ছে শার্ট;
জুতো তলা আঁকড়ে ধরছে মাটি-
ছেড়ে দিলো একসময় পাদুকা!
তলাফাটা জুতোয় আমি হেঁটে যাচ্ছি
মোজা ছিঁড়ে যাচ্ছে পিচে;
আশিনে পুড়ে যাচ্ছে মুখ!!!
চোখের নিচে জমছে ছাইয়ের আস্তর!
গুলিয়ে উঠছে পেট-
আমার বেল্ট থেকে নেমে যাচ্ছে প্যান্টের বোতাম!
শালার জিভ ছিঁড়ে যাচ্ছে;
ফেটে যাচ্ছে ঠোঁট।
চুল বেয়ে নামছে ঘাম…
পৃথিবীতে আমার জন্মাবার কথা ছিলো না-
ছিলো না ফোঁটার শিউলীর কিংবা বেগুনী হয়ে যাওয়ার কথা কাঠগোলাপের পাঁপড়ীর!
অথচ, আশিনেই খালি হয়ে গ্যাছে বকুলের ফুল;
আমি খুঁজে যাচ্ছি তোমার চুল; চুলের ঘ্রাণ!
মালতী; আমার প্রিয় সন্ধ্যামালতী,
বেগুনী রঙের পাঁপড়ী উড়ে যাচ্ছে আমার বিকেল কাঁধে নিয়ে;
নাকি জীবন!
একটা বুদবুদ জীবন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments