সকাল সকাল মদ খেলে পৃথিবী থেমে যায় খামোখা-
শোনা যায়, ঘর ভালো লাগে।
ভালো লাগে, জানলায় বেলুম্ব গাছের দাঁড়কাক।
সকাল সকাল মদ খেলে ভুলে থাকা যায় মৃত্যু-
সকাল সকাল মদ খেলে কবিতা না লিখেও দিব্যি চলে যায়।
সকাল সকাল মদ খেলে প্রেমিকার চুম্বন ভুলে থাকা যায়-
রোজ সকালে উঠে খালি পেটে এক গ্লাস মদ খেলে দূর হয় মেলানকোলিয়া।
সকালে মদ খেলেই সবাইকে চিৎকার করে জানাতে ইচ্ছে হয়,
“দেখো, আমি আজ সুখী!!!”
সকালে মদ খেলেই সারাদিন সত্য বলতে হয়;
সকাল সকাল মদ খাওয়ার মানে হয়?
কোন মানে হয়!!!!