বাংলা কবিতা, বাঁচাও কবিতা, কবি মার্সেলিন কুইয়া - কবিতা অঞ্চল
Review This Poem

মা,
ওরা ছুরি বিঁধিয়ে ঝুলিয়ে দিচ্ছে আমার সন্তানদের;

কান কেটে নিচ্ছে; কেটে নিচ্ছে যৌনাঙ্গ!!!

মা,

 ওদের তুমি বাঁচাও-

ওদের বাঁচতে দাও।

ওদের দড়ি বেঁধে ঝুলিয়ে দিচ্ছে শূণ্যে;

    মা, দায় নাও!!!

শিশুটি দোলনায় চড়তে চেয়েছিল; পেন্ডুলাম হওয়ার বয়স হয়নি তার-

    উচ্চারণই করতে শেখেনি হয়তো!!!

একবিংশ শতাব্দীর নিষ্ঠুর নিশ্চুপ জননী,

     আমার শিশুদের মেরে ফেলছে ওরা!!!

ঘুম ভেঙে জেগে ওঠো, মা;

   কান্না শোন!!!

   কান্না শোন!!!

   কান্না শোন!!!

খিদের কান্না নয়;

    গুঁজে দিতে হবে না মুখে স্তনবৃন্ত;

বেঁচে থাকার  পাঁচ বছরের ইচ্ছে মা ; বাঁচাও!!!

   এর চেয়ে অকোষীয় এমিবা হতাম!!!

দেখো, একবিংশ শতাব্দীতে এমিবা মানুষ দেখে আঙ্গুল উঁচিয়ে বলছে,

   “বিবর্তনে পা না দিয়েই বেশ আছি!!!”

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments