বাংলা কবিতা, বউ ঘরে ফেরো কবিতা, কবি মার্সেলিন কুইয়া - কবিতা অঞ্চল
Review This Poem

এমন এক নদীর তীরে বাঁধলাম সাধের নাও-
ঢেউ এর পর ঢেউ খেলে,
হাল কাঁপে!

আমি ভাবি-
এই নাও থাউক বান্ধা জনম জনম ভর!

এই চরে আর নাই কেউই-
এই চরে মোর সাধনা
চরের মাটি আমারে বুকে জড়ায়!

বান্ধা নাওয়ে শামুক খায়-
জলজ কীটের বাস!
আমার সাধের নাও;
গজাও তুমি যেই গাছ দেয় মনে সাধ!
হও বিরান জঙলার বাস,
নাও তুমি চর হও-
মেশো এর লগে।
নিজেরে হারাও!

তবু আহে ঝড়,
এতো এতো বৎসর পর!
তবু ছিড়া যায় নাও-
চর থিকা দূরে বহু দূরে!

আমি এহন কই যাই-
কি করি?
চাইরদিকে আকাব্যাকা জল য্যান-
ফালাফালা করে চর,
সাঁতার জানিনা আমি-
চেনা নাই কোন জলদানো ঘর!

আসমানে তাকাইয়্যা দেহি-
শানের মেঘে কালা হইয়্যা গেছে সব!
আমার একলা পরাণ-
দুরুদুরু কাঁপে;
নাও,
তুমি ফেরো এইবার!!!

আমার সাধের নাও-
আমার আধজীবন দিয়া কেনা ময়ুরপঙখী নাও-
এইবার ফেরো!!!

আমারে যদিই বা না বও আর-
নিয়া যাও আমার শব!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments