আমি নরকের আগুনে জ্বালিয়ে নিয়েছি সিগারেট-
আমার ব্যাপটিজমের পরেই শুকিয়েছে জর্ডান!!!
আমি ব্যাবিলনে চিৎকার করে ভাঙি উপাসনালয় –
আর ছাগলের শিং ধরে-
আঁকি পেন্টাগন!!!
তোমার রক্ত মেখে আমি উন্মাদ ঈশ্বর আজ-
আমার শরীরে হোলি ওয়াটার এর ফোস্কায়-
পুঁজ হয়ে ঝড়ে ভিক্টোরিয়া!!!
আমার প্রেতাত্মা’র মৃত্যুর পর-.
আমার প্রেমিকার গলার আটকে আছে আমার করোটি!!!
তাই কঙ্কালের অভিশাপে-
তোমাদের মাংস পঁচা গন্ধ;
নোংরা ফুল আর বিকৃত শিশুর সমাজ!!!
জেনো,
আমি নরকের বিস্ময় বালক!!!