ফি বছর তুই ফিরিস ক্যানো
কৈলাসে তোর কিসের অভাব!
জানিস না তুই বাপের বাড়ীর
বর্গিগুলোর কেমন স্বভাব?
দশ হাতে তোর সেই কবেকার
খড়্গভরা মরচে পানা
বাহন মা তোর হচ্ছে বুড়ো
সিংহব্যাটা বেড়াল ছানা।
এই ফাঁকে দেখ, অসুর ব্যাটার
গোঁফ হয়েছে তাগড়া ভারী
জ্বালছে আগুন পুড়ছে নগর
বাড়ছে বাপের আহাজারী।
খড়ঙ্গ এবার ধার দে না মা
দাঙ্গা এবার দাঙ্গা থামা
রক্ত মাখিস সন্তানে তোর
বৃষ্টি ভীষণ বৃষ্টি নামা।
আর না পারিস, যা ফিরে যা
পাগলা ভোলার ভূতের ঘরে
আগুন জ্বলুক দাঙ্গা চলুক
এই পারে তোর ছেলের ঘরে!