আগের জন্মে আমি কাউয়া ছিলাম।
হাইগ্যা বেড়াইতাম মানুষের মাথায়;
ঠোঁকড়াইতাম; কাইড়্যা খাইতাম
আকাশে ওড়তাম; নিচের দিকে তাকাইয়্যা কইতাম,
“আহাইরে মানুষগুলা কত্ত ভ্যাদা!!!”
কাকজন্মে আমি পাপী ছিলাম ভয়াবহ।
এই জন্মে তাই আমি “মানুষ” হইলাম।
“মানুষ”-হইয়্যা পাপী না হইয়্যা থাকা বহুত মুশকিল!!!
পরবর্তী জনমগুলাতে আমার আর কাউয়া হওয়া হইবো না।
জন্মের পর জন্ম আমি মানুষ হইয়্যা জন্মামু, ভাবা যায়????
2020-06-22