আমাদের ঝগড়া হোক পোড়া দলা ভাত ডাল মেখে খেতে গিয়ে-
আমাদের ঝগড়া হোক-
তরকারীর নুন-ঝাল নিয়ে!
আমাদের খুব খুনসুটি হোক!
তোমার সাদা শাড়ী ডোবানো ডিটার্জেন্ট বালতিতে,
আমার রঙ ওঠা লাল মোজা ভুলে ডুবিয়ে দেওয়া-
সেই গোলাপী শাড়ীটা পড়েই ঝগড়া হোক!
শাড়ীটার মেটামরফোসিস নিয়েই ঝগড়া হোক!
কাপড় শুকোতে দিয়ে,
ক্লিপ লাগাতে ভুলে যাওয়ায়-
জৈষ্ঠের বাতাসে উড়ে যাওয়া সেই স্যান্ডো গেঞ্জি আর তোমার ব্লাউজ নিয়েই ঝগড়া হোক!
ঘুমোতে যাওয়ার আগে কে কার বুকে শোবে তাই নিয়েই খুব ঝগড়া হোক!
কবিতাটি কত সালের?