এই যে রোদ পড়ছে ক্যাকটাসে-
শক্ত হয়ে উঠছে ক্যাকটাস ঝোপ!
ফণীমনসা,
তুমি বেড়ে উঠছো রোজ!
খুব শীঘ্রই কি ফোটাবে ফুল?
শীতের আগে?
এই বর্ষায়!
না, বর্ষায় আমার দরকার গুচ্ছ কদম্ব-
পহেলা আষাঢ়ের ঝড়ে;
ফণীমনসা,
তোমারও কি ফুল হয় কদম্বের মতো?
চট্টলা শহরে কদম্ব পাওয়া যায়না সহজে…
তুমি ফোটাতে পারো?
মেটো হাঁড়ির ফণীমনসা?
রক্ত দেবো, রক্ত!
রক্তের দাম কিনে নেবো।
তোমার সমস্ত কাঁটা বিঁধিয়ে নেবো আপাদমস্তক…
ফণীমনসা; আমার ছোট্ট ফণীমনসা-
প্রেমিকাকে দিয়ে দেবো অস্ফট অজস্র কদম্ব!!!
2021-07-04