আমি কলেজে পড়বার সময় যারা সুন্দরী ছিলো;
তারা আজ গর্ভবতী।
আজ তাদের কোলে খেলছে শিশু-
তাদের স্বামী আজ ব্যস্ত তাদের সৌন্দর্য মুছে ফেলার দায়িত্বে।
কলেজে পড়া অবস্থায়-
আমি যাকে ভালোবাসতাম;
শুনেছি, তিন মাস আগেই তার বিয়ে হলো-
হয়তো শীঘ্রই তার কোলে হাসবে সন্তান!
তার সৌন্দর্য ঘষে তুলে নেবে তার পবিত্র স্বামী।
আমার সাথে আমার বিগত প্রেমিকাদের দেখা হয়নি কখনোই!!!
হয়তো, তারাও ফলবতী হয়ে উঠছে রোজ।
আমার কলেজের মধ্যে যে সবচেয়ে সুন্দরী ছিল,
মেয়েটা নাকি আজকাল কিন্ডারগার্ডেন এর সামনে বসে থাকে রোজ-
ছুটির অপেক্ষায়!!!
যার সুন্দর চোখ ছিল;
তার চোখের মায়া মুছে কে যেন সযত্নে মেখে দিয়েছে দায়িত্ব!
সুন্দর চুলের মেয়েটির আজ,
চুল রুক্ষ; অগোছালো –
বীভৎস!!!
অথচ , তাদের ভালোবাসতো যারা;
তারাও ভালো নেই।
তাদের কেউ জাহাজে,
কেউ পথে
কেউ আমলা,
কেউ রাজনৈতিক নেতা।
কেউবা, অন্যের সুন্দরী প্রেমিকার সৌন্দর্য মুছে ফেলার দায়িত্ব নিয়েছে….
কেউবা এখনো লুকিয়ে দেখে যাচ্ছে নিজ প্রেমিকার সৌন্দর্য পবিত্র পুরুষের দ্বারা মুছে যাওয়ার নীলচিত্র!
পৃথিবীর সব সুন্দরী প্রেমিকা কুৎসিত হয়ে উঠছে রোজ!
পৃথিবীর সব প্রেমিক হয়ে উঠছে স্বামী।
পৃথিবীর থেকে প্রেম উঠে যাচ্ছে…..