বাংলা কবিতা, অচিনপুরের চন্দ্রবিলাস কবিতা, কবি মার্সেলিন কুইয়া - কবিতা অঞ্চল
4/5 - (1 vote)

আমি মন্দিরা বাজাই তোমায় নিয়ে একা চাঁদের পাশে
আমরা দুজন বসা মধ্যরাতে অচিনপুরের দেশে।

দীঘির জলে চাঁদ খেলিছে পদ্ম পাতার সাথে
পোনামাছে ঘাই তুলিছে বট শেকড়ের হাতে!

মেনকা-রম্ভা নামছে ভুলে শান বাঁধানো ঘাটে
তোমায় দেখেই মুখ লুকোলো জোছনা সিড়ির বাটে!

জোছনা ঘেরে আমায় তোমায় বিছিয়ে দুধের চাদর,
তুমি মুখ লুকোলে আমার বুকে, এঁকে দিলেম আদর!

জোনাক মেয়ে জ্বালছে আলো বাঁশ বাগানের ফাঁকে,
লক্ষীপ্যাঁচা ডাকছে বসে অশত্থটার শাখে!

আমার সকল কাব্য তোমায় ঘিরেই, তোমায় নিয়েই গান,
তোমার জন্য ভাঙছে দেখো জোছনা গাঙের বান!

তুমি তখন ঠোঁটের ভাঁজে আঁকলে হঠাৎ চুম্
ঝিঁঝিঁর ছেলে দস্যি ছেলে অমনি বুঝি ঘুম্!

সুখপাখীরা নামছে এবার অচিনপুরের দেশে
আমার তোমার পুঁথি ঘোরে রূপকথারই বেশে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments