শহরটা কত ব্যাস্ত ,
বেশে লাগছে তাকে টাপুর টুপুর বৃষ্টি ভিজে,
আজ বোধহয় মল্লিক ঘাটকে ভেজায় নি।
হালুদ ভোরে
আজ বোধহয় ঝাঁক বেঁধে ওড়ে নি পায়রা গুলো,
তবুও তো থামলো না তোমাদের গল্প গুলো।
কখনো কখনো কিছু স্বপ্ন মরে , গোপনে এ শহরে ,
কেউ হিসেবে রাখে , বোঝে না তার বেদনা।
টাপুর টুপুর বৃষ্টি ভিজে শহরের মন হয়ে যায় ভালো।
পায়রা গুলো না উড়লেও কমলার রঙে সন্ধ্যা আসে।
রঙিন আলোয় আবার শহর হাসে।
সব শুন্যতা ভরে মৌসুমী বাতাসে,
জীবনটা সামলে যায় নতুন কাউকে ভালোবেসে।
কিছু গল্প হারিয়ে যায় দীর্ঘশ্বাসে।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
2024-08-02