4/5 - (1 vote)

শহরটা গেছে অনেক বদলে।
অনেক গল্প হারিয়ে গেছে ঐ ব্যাস্ত কোলাহলে।
দুপুরে শেষে বিকালে এখনো কি হয় রৌদ্র নরম??
প্রিন্সেপ ঘাটে এখনো কি মেলে ঘটি গরম??
জেনো ভোরে আলোর মতো ভালোবাসা এসেছিলো,
এ জীবনে,
তারপরে ঝড়ে গেলো সব স্বপ্ন
সজনা ফুলের মতন , গোপনে।
তবু ব্যাখ্যা নেই কেনো?
তাকে ভালো বাসি তাকে এখনো।
আকাশ মতো এক হয়ে,
আজ আঁধারে যাচ্ছি হারিয়ে।
রাতের গভীরতা ভেসে যায় তার ভাবনায়।
বিব্রত মেঘেরা কখনো কখনো
তাকে চিঠি দিতে , তার ঠিকানা চায়।
আমি বলি ওদের বৃষ্টি হয়ে
বরং তুমি তাকে ভাজাও আদরে।
একা বাঁচার তাগিদে ভুলতে চাই তারে, বারে বারে।
আমার ভাবনার আকাশটা যে
সে এখনো আছে দখল করে।
দুপুরে শেষে বিকালে এখনো কি হয় রৌদ্র নরম??
প্রিন্সেপ ঘাটে এখনো কি মেলে ঘটি গরম??

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments