4.5/5 - (2 votes)

একটা চোখ ,
যার চাহুনিতে আমার তরে
অপেক্ষা উপচে পড়ে,
খুঁজে চলে যে আমায় লক্ষ মানুষের ভিড়ে।
একটা ঠৌটে
যার কোনে লেগে থাকা হাসি
বলে যায় গোপনে আমায় ভালোবাসি তোমায়।
তার পেয়ে যাই অনায়াসে
প্রেমময় আশ্রয়।
একরাশ কালো চুল ,
যার ভিতরে এক আকাশ অন্ধকারে
রাতের মতো আগলে রাখে
চাঁদ তারাদের জোনাকির পোকাদের আলোর গল্প।
একটা তুমি, যে অভিমানে, জ্বলতে
যেমন মোমের ভিতরে গোপনে জ্বলে সলতে
যে ভালোবেসে, পারে ভুলিয়ে দিতে
সহস্র বছরের শোষনের ইতিহাস।

এ শহর দীর্ঘশ্বাস ফেলে বলে
তোমার জন্য খুঁজেছি হন্য হয়ে,
কিন্তু
এমন একটা তুমি কোথায় পাই?
তুমি হও কবি ভাই , প্রেমিক হওয়া তোমার কপালে নাই।

guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
সুমন দাস
1 year ago

দারুন

স্বপ্ন অনুঘটক
1 year ago

খুব সুন্দর