অভিমানে নীরব থাকি অন্ধকারে মতো।
দীর্ঘশ্বাসে ভারী করা বুকে
অপ্রকাশিত শব্দ শতশত
জাগিয়ে রেখেছে তোমার
দেওয়া সব ক্ষত।
লাল নীল ফুলেদের নাচানাচি।
পাখিদের অহেতুক চেঁচামেচি।
কিছুই আমায় করে প্রভাবিত।
তোমাকে ফিরে পাওয়ার আর্তি চোখ করে সিক্ত।
ক্ষুধার্ত শিশুর মতো অবুঝ মন
জানি না কোনো
শুধু চায় তোমায় এখনো?
যদিও সব আশা টুকু গেছে হারিয়ে
তবু সব অভিমান ভুলে গিয়ে,
চাই আমি তুমি
একবার হই যদি মুখোমুখি
পৃথিবীর কোনো প্রান্তে,
তুমি পেতে জানতে,
এখনো তোমাকেই ভালবাসি আমি মনে মনে,
যদিও সে কথা বলি নি তোমাকে বিদায়ের দিনে
অভিমানে
2024-03-24