আমি প্রেম চাই
আষাঢ় এ ভেজা প্রেম
যেথা প্রেয়সীর খোপায় কদম থাকে
হাতে-হাত রেখে অফুরন্ত পথ হেটে চলার ইচ্ছে থাকে
নীলাম্বরীর ছলছলে চোখের পাতা নাচে
যার মোহে ঠোটে ঠোঁট স্পর্শের আকুতি ডাকে
এক বিন্দু শীতলতার
আমি সেই প্রেম চাই
সেই অমৃতের স্বাদ চাই
2022-01-29