এ শহরের চারপাশে ঘুরপাক খায় একরাশ নিরবতা
যার রন্ধ্রে রন্ধ্রে জমে আছে সকল হারানোর স্তব্ধতা, কুন্ডলীবদ্ধ হয়ে পরে থাকা সকল ভুল
আর থিতু হয়ে যাওয়া সব বিশ্বাস
আত্ববিনশী মাকর্শার জালে ক্রমশ ভরে উঠেছে শহর
আতুর ঘড় ছেড়ে উঠে দাড়িয়েছে
আত্বস্বম্মান হারানো জির্ন দেহ
নিজ দর্পণের সামনে
দৃশ্যমান রজনীগন্ধার ন্যায় নিম্নগামী মস্তকে,চাইছে ছুতে মাটির তলদেশ
ছিন্ন করে সকল অক্ষত রেশ
2022-02-02