পেটের পিঠ ঠেকে না গেলে আমি দুপুরে ভাতের বদলে বিড়ি টাই খেতাম
কিসের মাছ, কিসের মাংস!
বিড়ি ছাড়া কি চলা যায় ?
সোস্যাল মিডিয়ার চুটকি কি এর থেকেও স্বস্থি দিতে পারে!
কিংবা এই দাতভাংগা সাহিত্য -ফাহিত্য কি পেরেছে এর বিকল্প হতে!
পর্দায় যখন উত্তম ধুম্রকাঠি জ্বালায়
তখনও কি বিড়ি ছাড়া অন্য কোন কিছু ভাবা যায়!
ফুটে কাতরানো মানুষটার জন্য কিছু করতে না পেরেও কি সম্ভব বিড়ি না খেয়ে থাকা?
কিংবা যখন তোমার চোখের সামনে থাকা মুখোশআবৃত মানুষটা মুখোশ খুলে ফিক করে হাসি দেবে
তখনও কি সম্ভব হবে বিড়িহীন একটি নির্ঘুম রাত কাটানো?
আচ্ছা বাদ দাও এসব,
বলোতো শোভার টাকনো থেকে মাথার চুল অব্দি খেয়েও কি তুমি পারবে একটি বিড়ি ছাড়া অপেক্ষার প্রহর গুনতে?
2022-01-29