আমি গরু আর শুকুরের মাংস
আমি টিকা না হয় টুপিতে স্পষ্ট
আমি অশান্ত পথে ডানা ভাংগা শান্তির পায়রা
আমি ফতোয়াবাজির বিভক্ত আয়না
আছি আমি রক্ত রাংগা ধুতি অথবা পাঞ্জাবীতে
ক্ষোভ, ঘৃণা,হিংসে আর হানাহানিতে
তুমি শুনতে বাধ্য,
না হয় আমি তোমায় শুনাতে হবো অবাধ্য
প্রয়োজনে হবো হিংস্র
তোমার রক্তে আমি রাংগাবো সিথি
সন্তুষ্টিতে আমার অদৃষ্ট বিধি
আমি নিষ্টুরতায় দাঁড়িয়ে থাকা জলন্ত আগ্নেয়গিরি
শান্ত-সরল, সহজ-সাবলিল
সেতো স্বার্থ-সিদ্ধির পথে কবেই হইয়াছে বিলীন
রক্তের হলিতে কবেই তাহা অস্পষ্টতায় করেছি মলিন
আজ আমি ছায়হীন রৌদ্র তপ্ত দিন।