4.3/5 - (3 votes)

শুনেছি তুমি প্রেমে পড়ে গেছো মেঘনা
যমুনার জলে ডুবে ডুবে মরেছো কতবার
অথচ তোমাকে ফুঁ দিতে আমি মন্ত্রের মতো করে—
লিখে চলেছি অজস্র কবিতা।

কবিতার সর্বত্র মেঘনা
মেঘনার অথই বুকে শুধুই মধ্যরাত
কবিতায় অজস্র মেঘনা, মেঘনায় অজস্র কবিতা
ও মেঘনা ও জলবতী প্রেম
তুমিও আনলে ডেকে সর্বত্র মধ্যরাত
রাতের ভেতর দিয়েছো পুরে অসংখ্য যাযাবর প্রেমিক শব্দ,
আর— অসংখ্য মন্ত্রের মতো কবিতা
ওরা আগুন পোহায় নিঃসঙ্গ নদীটার দুপাড় ঘেঁষে
ওরা পোয়াতি হয় অজস্র মেঘনার জল ভালোবেসে।

শুনেছি তুমি পড়েই গেছো প্রেমে
শেষমেষ
আহুতি দিয়েছো সবটুকু জল অধরের মোহনায়
কৃষ্ণচূড়া গেছে ভেসে, রাতের জোয়ারে
মেঘনা! এই দেখো! এই দেখো!
আমার কবিতারা হয়ে গেছে অদৃশ্য মন্ত্র!
এসো ফুঁ দেই তোমার দুচোখে
ভুল করে যদি কেউ দেখে ফেলে এই সর্বনাশা চোখ
অন্ধত্বের অভিশাপে পুড়ে যাবে তার দিন,
ছাই হবে তার সবকটা রাত।

হ্যাঁ তুমি প্রেমেই পড়েছো মেঘনা
তোমার ঘুম চোখে জেগে থাকে  মধ্যরাত
তোমার ভাঁজে ভাঁজে বেড়ে ওঠে প্রেমীর হোঁচট
অন্ধকার চাপা দিয়ে তুমি আগুন হও, মধ্যরাতে
বেপরোয়া যমুনায় দিয়ে চলো অসংখ্য ডুব
মেঘনা! ও মেঘনা!
এসো! এসো! ফুঁ দেই তোমার বুক চিরে পাঁজরের ভেতর
সবগুলো দুঃখ পুঁতে যাক গোলাপের বাগানে
ঘুমন্ত নগরে জেগে থাক মেঘনা, জেগে থাক মধ্যরাত।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
পিউ
পিউ
2 years ago

দারুণ