জানি সুযোগ পেলেই ছুঁয়ে দেবে
আমার তিল ঠোট।
প্রথম পরশ মনে রেখেছে
আমার নীল কোট।
মনে রেখেছে বিকেল বেলা
দুপুর যখন গড়ালো।
মনে রেখেছে জুঁই এর ডাল
জানালা যখন জড়ালো।
পাহাড় ভাঙার আওয়াজ উঠে
আমার ছোট্ট বুকে।
কীভাবে মানুষ মাথা রাখে
কোন সে সবুজ সুখে।
আবার তুমি ছুঁবে বলে
আকাশে হাত বাড়াও।
অন্ধকারে অন্ধ হয়ে
শরীরে হারাও।
শিশার শরীর বিষের রক্ত
আমায় ছুঁয়ো না।
দেখো একদিন জানিয়ে দেবে
অবাক পূর্ণিমা।