ধর্ম বই এ ময়ূর পাখা
কাগজে পেচিয়ে তেল দিয়ে রেখো
বাচ্চা দেবে!
সেই লোভে কত বই এ
তেলের দাগ আর গন্ধ!
শৈশবের সেই যত্ন… আর
কৈশোরে বুকের ভিতর খুব যত্মে ‘তুমি’ শব্দ।
দুই থেকেই
অধিক যত্নে ফল শূন্য,দাগ আর কটু গন্ধ।
ধর্ম বই এ ময়ূর পাখা
কাগজে পেচিয়ে তেল দিয়ে রেখো
বাচ্চা দেবে!
সেই লোভে কত বই এ
তেলের দাগ আর গন্ধ!
শৈশবের সেই যত্ন… আর
কৈশোরে বুকের ভিতর খুব যত্মে ‘তুমি’ শব্দ।
দুই থেকেই
অধিক যত্নে ফল শূন্য,দাগ আর কটু গন্ধ।