এক
তুমি ছাড়া এটা নষ্ট প্রণয়,
কষ্ট প্রলয়।
ফুলে ফুলে কাম-ব্যাথা দহন।
আকাশ বাতাস মাটি আগ জল
মৈথুনময়।
প্রলয়ের কম্পন
উচ্চ মেরু থেকে নিম্ন মেরু
শীতল দহন প্রবাহ!
শান্তি সুখ যন্ত্রণা জ্বালা
আতঙ্ক……স্খলন
ঝড়ে পড়া টুপ টুপ।
ঘুমের অভিনয়ে একাকী আবার
একাকিত্বে ডুব।
নতুন সূর্য পেলে নতুন হাসি
বুকের বোতাম খুলে
মৃত্যুর জাহাজ নিয়ে
অতল কাঙ্গাল সাগরে ভাসি।
দুই
কখনো জমাবো না, কখনো জমাবো।
কখনো ভাঙবো তো কখনো গড়াবো,
কখনো গুছাবো না,কখনো গুছাবো।
শপথ করে কেউ যদি নেয় ভার
কাম ব্যাথা প্রেম নিসঙ্গতার।
আমিও দিলাম কথা
বাম পাশ টা নেব না,ডান পাশটা নেবো।
তিন
“এটা কী আগুন?
না কী জল?
না কী আগুন বরফ?
তিনিই জানেন ঠিক
যিনি আমার রব।
চার
যখন আমি ছোট ছিলাম
শৈশবে বুঝতে ধরলাম,
তখন ছিলাম,বাগানের মালি।
সুবর্ণাদের গোলাপ বাগান-
গোলাপ ফুল,মৌ এর চাষ
ওদের শৌখিনতা।
মধুর চাষ মধু সংগ্রহ বারো মাস।
তখন থেকেই ফুলের প্রতি মধুর প্রতি
মনের মাঝে ভিন্ন গতি,ভালোলাগা।
সতের বছর পর……
গোলাপ এখন মাংশ গোলাপ
মৌ এখন নয়ন মাছি,
মধু বদলে মৈথুনে বাঁচি।
ভালোলাগা এখন ভালোবাসা
কষ্ট তবু দাগ লাগা।