5/5 - (2 votes)

বদলে যাবে হাওয়া যখন
বদলে যাবে তুমি।
এই হাওয়াটা সবুজ করে
শূন্য মরুভূমি।
বুকের মাঝে ফল আনবে
চোখে আনবে ফুল।
এই হাওয়াটা বদলে যাবে
বদলে যাবে গুল।

শুষ্ক মাথা তেল-খাবে
চকচক হবে চুল,
নাকে কানে ছিদ্র হবে
কানে দেবে দুল।
এই হাওয়াটা বদলে যাবে,
বদলে যাবে গুল।

এই হাওয়াটা স্বপ্নে আসে
স্বপ্নে করে অদল-বদল
এই হাওয়াটা শিক্ষা দেবে
দেহ ঘড়ির রদ-বদল।
এই হাওয়াটা মেয়ে বানাবে
এই হাওয়াটা ছেলে।
এই হাওয়াতে নষ্ট হয়
জীবন কৌতূহলে।

এই হাওয়াটা এরিয়ে যাবে
এমন হবার নয়।
এই হাওয়াতেই মর্যাদা তাও
লুকিয়ে রয়।

এই হাওয়াকে বন্ধু করে
বদলে যেতে হয়।
যুদ্ধ করে করবো নাকো
এমন জীবন ক্ষয়।
এই হাওয়াটা ভীষন দামী
অর্থে জুটে না।
এক জীবনে একবার আসে
বারবার আসে না।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments