ছুড়িকে গোলাপ দান
অথবা,
অস্ত্রে গোলাপ বিসর্জন।
গোলাপ ক্ষয়ে অস্ত্রে শান দিয়ে যায়
চুক্তি স্বাক্ষর কঠিনের জলে
আর কোমলের জলে কমল বানাতে।
ছুড়িকে গোলাপ দান
অথবা,
অস্ত্রে গোলাপ বিসর্জন।
গোলাপ ক্ষয়ে অস্ত্রে শান দিয়ে যায়
চুক্তি স্বাক্ষর কঠিনের জলে
আর কোমলের জলে কমল বানাতে।