তোমার জামায় অনেক কাপড়
আমার জামায় ফুটা।
তোমার থালায় ফুসকা পাপড়
আমার থালায় ঝুটা।
তোমার বাড়ি আকাশ চুম্বি-
অনেক সিড়ি পড়ে।
আমার বাড়ি আকাশ তলে
ফুটপাতের ধারে।
তোমার হাতে কলম খাতা
রঙের রঙের পুস্থ।
আমার হাতে নোংরা বস্তা
দেহটা নয় সুস্থ।
তোমার চাওয়া ভালো মন্দ
তোমার আছে ইচ্ছা।
আমার চাওয়া জীবন যুদ্ধ
নতুন দিনের কিচ্ছা।
তোমার মনে ফুলের বাগান
লাল হলুদ পুষ্প।
আমার আছে খোলা ভুবন
মনের ভিতর পুষবো।