ব্যাথাতে বুক হয়েছে ভারি
জানিনা কতটা দুঃখ সঞ্চারী
কতোটা মধুর মলিনতা!
কীভাবে বেঁচে আছো
সুবর্ণা,সবিতা,আখি,রিতা
রুপা আর সুস্মিতা?
আমার ভীতরেও কী মেয়ে মন বাস করে
আমার মনেও কী লজ্জা আর সৌন্দর্যের
নিপুণতা খেলা করে?
হৃদয়-বন্নায় ভেলা ভাসাও
বরঞ্চ মুখে এক মিথ্যা হাসি,
না কী প্রশ্ন জাগে না!
“ক্যামন আছি, ভালো থাকা কাকে বলে?”
~কীভাবে অনন্ত বসন্ত বেদনা
যাপন করো অন্তরে!
আমারো তো মন -জ্বলে
অপেক্ষার অশ্রু ঝড়ে।
আমি পুরুষ, তবুও কী
মনের ভীতর এক নারী বাড়ে?