আশেপাশে অসুর দের নাচানাচি
কাছাকছি এসে দম বন্ধ করে
পাহাড় বলে আমার আছড়ানো হাতে ধরে
কান ফাটানো মহাপ্রলয়ের হাসি হাসছে।
আমার বুকের পাঁজরে ভার করে আছে শত শত মানুষের নিতম্ব
তিলে তিলে রক্ত আমার বন্ধ হয়ে যাচ্ছে বয়ে
নেই বাঁচার কোন বিন্দুমাত্র আলো ,
হিজিবিজি মাথার মাঝে শুই শুই ঝিলিক
ভেসে উঠে এই কাল জীবনের কোন একদিন
এক বুড়ি এসে বলেছিল আমায়, পারবিনা কোন দিন।
গজবকে তোর সারাজীবনের বন্ধু করে দিলাম
যেদিন তোর রক্ত থেমে যাবে
দেখবি আমায় আবার সেদিন।
তোর মৃত্যুর দিন।