1/5 - (1 vote)

একই গোলকে ঘুরতে ঘুরতে

আজ বুদ্ধির লোপ ।

একই আশা নিয়ে বাঁচতে বাঁচতে

শেষ নিঃশ্বাসটুকু ক্ষত বিক্ষত।  

নিজের বিশ্বাস নিয়ে এই খেলার

শেষ না পেয়ে পুনর্বার শুরু করার অভিশাপ

পৃথিবীর কালো গহব্বরে এক পা করে চলে যাওয়া , দম ফুঁড়ানো ।

ধ্বংস হওয়ার ,দাস হওয়ার

অনিচ্ছা জড়িত ইচ্ছায় আমার পড়তে থাকা শক্তি

পুড়ে যাওয়া হাতের বেদনার চেয়ে তীব্রতর , অসীমে ডুবতে থাকা নৌকা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments