পানতা ভাতের পানসেচোখে ডুবে যায় তামাকস্মৃতি।
ছেঁড়া পাজামায় লেপ্টে যায় রক্তজল।
খুবরে খায় মাতাল মানচিত্র
পাখিরা স্লোগানে বলে
মানবতা! মানবতা! মানবতা!
ফুটপাতের সাদা ল্যাম্পপোস্টে
ঘুমিয়ে পরে অবাধ্য কবি।
শব্দের লালনগীতি খা খা খাঁচা হীন মরুভূমি।
পিচঢালা কপাল থেকে
ঝলসে যায় রক্ত।
কেঁপে কেঁপে কেঁদে ওঠে
নীড়হীন মানুষ।