তুমি এসেছিলে একদিন
মানুষের কোলাহলে দিনের মতো আলো জ্বালিয়ে।
নিষিদ্ধ প্যাড়াকে পা গুটিয়ে রাত্রির মতো কালো করে
আবার চলে গেলে ভালোবাসার তারকাটার গণ্ডি পেরিয়ে।
তোমাকে ভালোবাসার পর
কিছুই আগের মতো ছিলোনা আমার।
সব পরিবর্তন হয়ে গিয়েছিলো।
যেমন পরিবর্তন হয়ে রাত্রির বুক ছিঁড়ে বেড়িয়ে আসে দিন।
- মরুভূমির শীতল বালম উড়তে থাকতো উত্তর থেকে দক্ষিণে—-
তুমি এসে সব থামিয়ে দিয়েছিলে!
তুমি আসায় রৌদের তপ্ত দুপুরে রাজধানীর কোলে সিন্ধুসভ্যতার মাতৃকামূর্তি আগের মতো ছিলোনা।
সব পরিবর্তন হয়ে গিয়েছিলো
নিস্তপ্ত হয়ে গিয়েছিলো জুরাসিক টমটমটাও!
তুমি এসে
পার ভাঙা গাঙের চর জাগিয়ে—
তৃষ্ণার্তের ঝড়কবলি দূর করেছিলে।