5/5 - (1 vote)

তার হাতে প্রতীত জমি তুলে দিলে, ভালো ফসল ফলিয়েছিলো!
কৃষাণ ধান কেটেনিছে, পরে আছে নারা।
আমি তো নারা থেকেই চাষ করতে চেয়েছিলাম।
খুব যত্ননে আইল কেটে, আমিও ফসল ফলাতে ছেয়েছিলাম।

মেরুদণ্ড ভাঙ্গা লোচন খানি, টেনে তুললেই
ভাবো! সবে ঘুম ভাঙ্গলো, এখন ভাত ঘুম।
চিত্ত ফেটে যৌবন যখন নেচে ওঠে
তখনি তোমার প্রতীত জমি চাষযোগ্য করার জন্য কৃষাণ অন্বেষণ কর।
একটু অভিমানেই ভালো চাষি খোঁজো।

হইতো আমি মন্দ কৃষক, চাষ করিনা ভালো,
তোমার যৌবনের ঝাঁঝালো খরখরে জমিখানি
আমার কলতনার এক বোতল জলে, জমি পারিনা ভিজাতে
এখানেই ব্যর্থ আমি, কেন কলতলার জল কম হল?
ভালো চাষ করার জন্য, ঈশ্বরের কাছে জল চাইবো?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments