ঘুমন্ত মাছ স্বপ্ন দেখে জেগে ওঠে
সিংহের মতো গর্জন করে।
আকাশে উঠে আসে কিছু রাজস্বপ্ন।
ঢেঁকির গর্ভে আহার পিশে পরিপাটি হয় সমাজ।
তাদেখে আমাকে আমার সম্পর্কে কিছু বলতে বললে
আমি ঠুস বেলুনের মতো চুপসে যায়।
গাছ থেকে সাপেদের কণ্ঠ ভেসে আসে
” তুমি শূন্য ভুবন এর কমরেড। “