বহুদিক দেখিনি
লাশের গয়নাগাটি
গোসলের চৌকি বোয়ে গড়িয়ে পরা মেকাব।
কুকুরের মতো কান্না
আর লাশবাড়ীর রান্নাহীন চুলা।
বহুদিন শুনিনা
কান্নার বিপরিতে কুরআন তেলায়ত।
লাশের ভালো কথা—
বেচারা সত্যি ভালো মানুষ ছিলো!
সবার উপকার করতো।
বহুদিন বলিনি
আমার এক সজন চকলেট হয়েছে!
সে আমায় খুব ভালোবাসতো।
সে আমার শৈশবসঙ্গী।