বাংলা কবিতা, অনাহারী ঈশ্বর কবিতা, কবি মোহাম্মদ আলী - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

ঘুমন্ত নিরেটের বিকট চিৎকারে ভাংলো– ঘুম।
ঈশানী বিছাতুবক্ষের অলী নীল আলপনায় আঁকতে চেয়েছে সোডিয়ামবিশ্ব।

ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা অনাহারী ঈশ্বরের তলপেটে ক্ষুধা তাড়া করেছে
তথাকথিতের গতরে গলন— ধরেছে
ত্রিভুজ ব্যাসার্ধের চর্বি।
মুক্তমনিয়ার শশীধূসর
নীল গিরিখাত সাদা পাউন্ডশিলিং পাউরুটি!

পেটের তাড়নায় সমুদ্ধতার ঘরে আটকা পরেছে বাইবেলের জলদস্যু।

চুড়ি বা চোর
ক্ষুধার তাড়নায় এক পেট ঈশ্বরের নাম।

বিপ্লবী চেহারায়
আবেগ কোষে কবিতা বানায়!
আবেগ কোষে আহারহীন হয়ে পরে ফুঁপিয়ে কাঁদে ঈশ্বর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments