বাংলা কবিতা, সবুজ দেবকন্যা কবিতা, কবি মলয় রায়চৌধুরী - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)

ওঃ, তুই-ই তাহলে সেই সুন্দরী দেবকন্যা
তুলুজ লত্রেক, র‌্যাঁবো, ভেরলেন, বদলভের
ভ্যান গঘ, মদিগলিয়ানি আরো কে কে
পড়েছি কৈশোরে, কোমর আঁকড়ে তোর
চলে যেত আলো নেশা স্বপ্ন আরো মিঠে
ঝলমলে বিভ্রমের মাংস মেজাজি রঙে
বড় বেশি সাজুগুজু-করা মেয়েদের নাচে
স্পন্দনের ছাঁদ ভেঙে আলতো তুলে নিত
মোচড়ানো সংবেদন কাগজে ক্যানভাসে

অ্যামস্টারডম শহরের ভিড়ে-ঠাসা খালপাড়ে
হাঁ করে দেখছি সারা বিশ্ব থেকে এনে তোলা
বিশাল শোকেসে বসে বিলোচ্ছেন হাসিমুখ
প্রায় ল্যাংটো ফরসা বাদামি কালো যুবতীরা
অন্ধকার ঘরে জ্বলছে ফিকে লাল হ্যালো
এক কিস্তি কুড়ি মিনিট মিশনারি ফুর্তির ঢঙে

পকেটে রেস্ত গুনে পুরানো বিতর্কে ফিরি
কনটেন্ট নাকি ফর্ম কোনটা বেশি সুখদায়ী
তাছাড়া কী ভাবে আলাদা এই আবসাঁথ ?

যুবতী উত্তর দ্যান, শুয়েই দ্যাখো না নিজে
এ-ই একমাত্র মদ যা বীর্যকে সবুজ করে তোলে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments