বাংলা কবিতা, আভাঁ গার্দ কবিতা – ৩ কবিতা, কবি মলয় রায়চৌধুরী - কবিতা অঞ্চল
Review This Poem

হিংসাশ্রয়ী ভালোবাসায় নীল ছন্দ অক্ষরবৃত্ত চেতনার রঙে
আলোকিত পাড়ার ছিঁচকে মাস্তান আছে আছে আছে
এটা কি সত্যি?? ছেলে যখন পেন্সিল চিবাতো কুঞ্জবনের বাঘ
খুঁটিয়ে খুঁটিয়ে খরপরশা নূপুরের মহিমায় স্বরচিত নিমডাল ভেঙে
গভীরভাবে বগলদাবা করে ল্যাজ নাড়ানোর ধরন ধারনের
আভাসটুকু নেই এক জঘন্য ও ভাষাহীন স্বীকারে দ্বিধা নেই
তো কান্নাকাটি করলে শাড়ি পরা কমে গেছে গুণবাচক চাঁদ উঠলে
অনৈসর্গিক জগৎ সিদ্ধ করে খাবো ঘণ্টাধ্বনি শান্তি বজায় রেখেই
হওড়ি আমাক ল্যাপের নিচে শুয়াই রাইখা পিডা বানাইবার নাগছে,
আবার খাইবার নাইগা আমাক পাঁচটো দিয়্যাও গেছে পিডা গুলান
খুব ফাইন নাগছে খাইতে। সব কয়ডো খাইয়া তাই তামশা করবার
নাইগছি বুঝছ্যাও? উউউম্মম্মাহহ উউউউম্মম্মাহ

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments