বাংলা কবিতা, আভাঁ গার্দ কবিতা – ২ কবিতা, কবি মলয় রায়চৌধুরী - কবিতা অঞ্চল
4/5 - (1 vote)

পশ্বাচার, বীরাচার পেরিয়ে স্ক্যান্ডিনেভিয়ার নিউড উপকূলে
ফড়িং সেজে মানুষ কাঁদে না সর্বনাশ হয়ে গেছে ওগুলো কুমীর
এতক্ষণ বাড়ির বাইরে খুলে নগ্ন হয়েছি রক্তমাখা এই ছুরি কেন !
ধ্বংসের স্তূপে বসে গলা টিপে ক্যাওড়া দলে সপাটে কেলেঙ্কারির
লাগাটা বেড়ে যায় বাহ! বাহ! বৈধ না অবৈধ কোন নির্বাক
আওতায় জয় শ্রী……. মোক্ষম অস্ত্র মাননীয় প্রেমের ভাটিখানা
থেকে অনীহা তারুণ্যমেলায় সমবেত গান্ধীযীশু রঙ্গভরা বঙ্গলোকের
সরল মিষ্টি হাসির পাকাপাকি শক থেরাপি কোলে বসতে চায় সবুজ
মরীচিকা হতবাক খিল্লির গুঞ্জরণ ছিল গাড়িত্থে নাইমা গেছি আর জ্যাম
ছাইড়া চুল ছিঁড়তে মুঞ্চায় উদ্বেগাকুল বুক উউউম্মাম্মাহহ উউউম্মাহহহহহ

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments