বাংলা কবিতা, আভাঁ গার্দ কবিতা - ১ কবিতা, কবি মলয় রায়চৌধুরী - কবিতা অঞ্চল
Review This Poem

কাঁদো কাঁদো আদুরে গলায় নৈরাত্ম-ভাবনাই ঝ্যাম
বহুত লম্বা হাত থাকলেই হলো আমি কি খার খেয়ে
বসে আছি মায়ের হাতের ডিম ঝুরি আবার বাজুবন্ধ
অকৃত্রিম লটকালাম ! করা-ই যায় ভালোবাসার ও থাকে
জুরাসিক যুগের শেষ দিকে এক শ্বাসরুদ্ধকর এক্সপায়ারি ডেট
যতটা অবিশ্রান্ত হ্যাংলামি আদুরে প্রথমোক্ত ঘরাণার ঘরের
বউরা দুপুরে আমার ভেতর, যেন চিরবিরহী ম্যাড়ম্যাড়ে
ওই তেলে দ্রবীভূত সোনা দিয়া বান্ধানো পদযুগলে বাঃ ,
অনবদ্য ইত্যাদি ইত্যাদি এতটাই বেপরোয়া পুদুচেরির খুদে
মুরগি হুহুহু হিহিহি হাহাহা হোহোহো, তিনটি মাত্রাই রুদ্ধ র‍্যাম্পাট
কেলিয়েছে ষড়যন্ত্রের গন্ধ পিরথিবি ছাইড়া চইলা যামু উউউউম্মাহহহ

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments