ভালোবাসি বলে,
তোমার কাছে রেখে এসেছি শৈশব,
কৈশোর আর যৌবনের উপর ভর করে আমার অস্তিত্ব।
ভালোবাসি বলে,
ছেড়ে যেতে দিয়েছি।
একটা শীতের সকাল দিয়েছি তোমার পায়ে শিশির হয়ে।
একটা ভোর দিয়েছি দোয়েলের সুরে, তুমি শুনতে পাওনি সে ডাক।
একটা জীবন দিয়েছি জীবিকার তাগিদে, তুমি খোজনি।
একটা দুপুর দিয়েছি ক্লান্তির সব ঘাম শুকিয়ে নিতে, নিয়েছো?
একটা বিকেল দিয়েছি পাশাপাশি হাতধরে হাটবার,,
যাকে তুমি সন্ধ্য বলে দুরে ঠেলে দিয়ে ফিরে এসেছো।
রাতের ঝড় দরজায় কড়া-নেড়ে চৌকাঠ মাড়িয়ে যখন তোমার ঘড়ে এসে ভিজে যায় মেঝে,
অজান্তেই তখন অস্তিত্বের প্রমাণ রেখে যাই।
শুধু ভালোবাসি বলে।