আমি তোমার অনুগত ইভ নই
আমি লিলিথ।
তোমার হৃদয়ের খুব কাছের হাড়টি থেকে
জন্ম হয়নি আমার।
ঈশ্বরের প্রথমা মৃত্তিকা সন্তান আমি ।
স্বভাবে, জ্ঞানে, গুণে, বিদ্যায় ও কর্মে তোমার
সমকক্ষতাই হয়েছিল আমার পাপ।
তুমি মানতে পারো নি, এক নারীর সমকক্ষতা
তোমার কাঁচের চেয়েও বেশি ঠুনকো আত্মগরিমায় লেগেছিল পুরুষতান্ত্রিক বিষাক্ততার আঘাত।
তাই তো, তোমাদের ওই একতরফা ঈশ্বর
আমায় করলো অভিশপ্ত।
তোমাদের ওই পুরুষতান্ত্রিক পবিত্রতায়
জায়গা হয়নি আমার।
তাই আজ আমি অভিশপ্ত লিলিথ
যাকে নিয়ন্ত্রণ করতে না পারার আফসোসে
তোমাকে পুড়তে হয় আজো।
আমি তোমার পুত্তলিকা ইভ নই,
যার নরম ফুলের মত মনটাকে তুমি নিয়ন্ত্রণে রাখতে পারো নিজের অভ্যাসে।
আমি মরুর ক্যাকটাস লিলিথ,
যেমন বন্য ভালোবাসার আস্বাদ দিতে পারি,
তেমনি ভালোবাসার নামে নিয়ন্ত্রণের শিকলে বাধলে,
স্যাকিউবাস হয়ে শুষে নিতে পারি হৃদয়ের শেষ রক্তবিন্দু