আশি-নব্বই স্তন্যদায়িনীর সাথে
মৈথুন করেছো হে পুরুষ!
আরো কতো নারীর অঙ্গে অঙ্গে মেরেছো
কালচে ফুঁক
দাওনি ভাত
দাওনি হাড়ে হাড়ে শান্তি
দাওনি শাঁখার বেড়, ঘরের গন্ধ
দাওনি আত্মার শিহরণ, মানুষের ঘ্রাণ
আর পেতে পারোনি
ঠান্ডা হাত
মাথা থেকে ক্লান্তি খুলে যাওয়া!
পাওনি নিম্নতম বিভবের কোল
পরাবাস্তবের বিদ্যুৎ ছোঁয়া,
সংসারের শীত সকাল
ভাবনা কোথায় তোমার?
কোথায় তোমার আয়না?
সব বাদ দিলাম তোমার!
তোমার চোখের যতো নীল বাষ্প..
একবার শেষ চেষ্টা করো তো,
বলো! মাওবাদী কাকে বলে…।
2023-10-05
কি দারুন প্রতিবাদী শব্দ!!!