ভাঙছে পাহাড়? আরো তবে ভাঙুক
ভাঙতে ভাঙতে মিশুক সমতলে
বুঝুক এবার গাম্ভীর্য ভুলে
জল আর মাটি তারই কথা বলে।
চোখেরজল গড়াচ্ছে? তো, গড়াক
গড়াতে গড়াতে মিলবে নদীর সাথে
নদীর জল সবটা নোনা হলে
ওই জলই মিশবে আবার ভাতে।
রক্ত পড়ছে? বেশ তো আরো পড়ুক
রক্ত ভীষণ গরম আর তো তাজা
এমন রক্তেই ফুটক রক্তগোলাপ
সুখে থাকুক মাংশ খেকো রাজা।